Sunday, August 18, 2019

বাংলা ভাষার বয়স কত?

  Admin       Sunday, August 18, 2019
বাংলা ভাষার শুরু নিয়ে যেহেতু মতানৈক্য আছে, সেহেতু বয়স গণনায়ও একাধিক মত আসবে। এখন ২০১৯ সাল, আমরা দশম শতাব্দি থেকে গণনা শুরু করবো নাকি সপ্তম শতাব্দি থেকে?
ভাষাবিদ ড. মুহাম্মদ শহীদুল্লাহর মতে- সপ্তম শতাব্দিতে অর্থাৎ ৬৫০ সালের দিকে বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদের শুরু। সেই হিসেবে বাংলা ভাষার বয়স প্রায় ১৪০০ বছর।

ভাষাবিদ ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায় এর মতে খ্রিস্টীয় দশম শতাব্দিতে চর্যাপদের শুরু। সেই হিসেবে বাংলা ভাষার বয়স ১১০০ বছর। 
আরো পড়ুন-

  1. চর্যাপদের পদকর্তাদের নাম জানতে চাই?
  2. বাংলা ভাষা কোন ভাষা থেকে এসেছে?

তথ্যে কোন ভুল আছে মনে হলে কমেন্ট করে জানান। প্রবোধচন্দ্র বাগচি এবং রাহুল সাংকৃত্যায়নের মতেও অমিল আছে। 
logoblog

Thanks for reading বাংলা ভাষার বয়স কত?

Previous
« Prev Post

No comments:

Post a Comment