Wednesday, August 21, 2019

সালমান শাহর শেষ ছবির নাম কি?

  Admin       Wednesday, August 21, 2019
সালমান শাহ বাংলা চলচ্চিত্রের একজন কিংবদন্তী নায়ক। অনেকগুলো সিনেমাই তার মৃত্যুর পরে মুক্তি পায়। তাই, সর্বশেষ সিনেমা না বলে সর্বশেষ মুক্তপ্রাপ্ত সিনেমা কোনটি সেটি বলা উচিত।
মৃত্যুর পরে যে সিনেমাগুলো মুক্তি পেয়েছিল-
সত্যের মৃত্যু নাই, জীবন সংসার, মায়ের অধিকার, চাওয়া থেকে পাওয়া, প্রেম পিয়াসী, স্বপ্নের নায়ক, শুধু তুমি, আনন্দ অশ্রু এবং বুকের ভিতর আগুন(মুক্তিপ্রাপ্ত সর্বশেষ)।

আরো পড়ুন-

  1. নায়কদের মধ্যে কে বেশী শিক্ষিত?
  2. সালমান শাহ কত সালে মারা যান?
দর্শকদের হৃদয়ে এখনো সালমান শাহ বেচে আছেন। বাংলা সিনেমা যতদিন থাকবে ততদিন আমার মনে হয় না তাকে দর্শক ভুলতে পারবে।
logoblog

Thanks for reading সালমান শাহর শেষ ছবির নাম কি?

Previous
« Prev Post

No comments:

Post a Comment