Saturday, August 17, 2019

ইহুদি ধর্মের সাথে ইসলাম ধর্মের কি কি মিল রয়েছে?

  Admin       Saturday, August 17, 2019

ইহুদি ধর্মের সাথে ইসলামের প্রচুর মিল আছে। রাবাই তোভিয়া নামে একজন ইহুদি রাবাই আছেন যিনি বলেছেন-
 ইহুদিরা মুসলিমদের মসজিদে উপাসনা করতে পারলেও খ্রিস্টানদের চার্চে পারে না। কারণ, মূর্তি থাকলে সেই ঘরে ইহুদিরা উপাসনা করে না। আরো অনেক মিল আছে-
  • উভয় ধর্মই এমন একেশ্বরবাদে বিশ্বাস করে যেখানে স্রষ্টার একাধিক রূপ থাকতে পারে না। 
  • মুসলিমদের মত ইহুদিরাও প্রায় একইরকম উপাসনা করে(অনেকটাই নামাজের মতই)
  • হালাল খাবারের মত ইহুদিদের কোশের খাবার রয়েছে। ওরা মুসলিমদের মত উটের মাংস খায় না।
  • সপ্তাহে একদিন ছুটির দিন যেটিকে সাব্বাত বলে
  • রোজার মত এরকম না খেয়ে থাকার রীতিও আছে
  • আজানের মত এরকম উপাসনার জন্য ডাকার পদ্ধতি আছে
  • দাউদ (আ:) ইহুদিদের রাজা, সোলায়মান(আ:) ইহুদিদের রাজা ছিলেন। এছাড়া কোরআনে উল্লেখ আছে এমন বেশীরভাগ নবীই জাতিতে ইহুদি ছিলেন।
ধর্মের দিক দিয়ে আমার মনে হয় ইহুদিরাই মুসলিমদের সবচেয়ে কাছের। ধর্মীয় আচরণে এত মিল আর কোন ধর্মের মাঝে আছে বলে আমার জানা নেই। 
logoblog

Thanks for reading ইহুদি ধর্মের সাথে ইসলাম ধর্মের কি কি মিল রয়েছে?

Previous
« Prev Post
Oldest
You are reading the latest post

No comments:

Post a Comment